বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২২ সফলের লক্ষ্যে ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে সংগঠনের প্রাক্তন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে নগরীর জামতলাস্থ মেলা ফুড ভিলেজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট শনিবার সন্ধা সাতটায় ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।
মহানগর বায়তুলমাল ও প্রচার সম্পাদক আলম আদনান এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ছাত্র মজলিসের সাবেক নারায়ণগঞ্জ শহর সভাপতি এবিএম সিরাজুল মামুন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক কেএম ইমরান হুসাইন।
প্রাক্তন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগরীর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভাপতি মুফতী শেখ শাব্বীর আহমাদ, আলিফ হসপিটাল এন্ড ল্যাবের মালিক এমদাদুল হক জসীম, খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি এমদাদুল হক, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুফতী আব্দুল কাইয়ুম সিদ্দিকী, সাবেক চট্টগ্রাম মহানগর সভাপতি ডাঃ শামীম ভূঁইয়া, সাবেক নারায়ণগঞ্জ শহর সভাপতি কামরুল হাসান পায়েল, সাবেক শহর সভাপতি খন্দকার মুহাম্মাদ ইউনুস, সাবেক শহর সভাপতি সাইফুল ইসলাম, সাবেক শহর সভাপতি আল-আমীন ফয়সল, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, সেক্রেটারি শেখ নাঈম, সাবেক শহর সেক্রেটারি মুহাম্মাদ শরীফ মিয়াজি, সাবেক শহর সেক্রেটারি মাওলানা আহমদুল্লাহ, মুফতী আনিস আনসারী, মহানগর সেক্রেটারি নাঈম ইসলাম, মাজহারুল ইসলাম, মহানগর ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মুহাম্মাদ নেওয়াজ, বৃহত্তর খানপুর শাখা সভাপতি হাফেজ আনাস, ঈদগাহ জোনের সভাপতি সাঈদ হাসান নুর, সাবেক ফতুল্লা থানা সভাপতি জাহিদ হাসান, বার একাডেমি সভাপতি রুবেল হাসান, ওমর মুজতাহিদ রিয়াদ, ফজলে রাব্বী প্রমুখ।