
আত্মকর্মস্থানের লক্ষে নারীদের সাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করে ইনসিয়া সংগঠনের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ কার্যালয়ে বিনামূল্যে হস্তশিল্পের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
১১ আগষ্ট বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চাষাড়াস্থ মাধবীলতা সিটি প্লাজায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন নারী কেন্দ্রীক সংগঠন ইনসিয়ার সভাপতি সায়মা শাহিদা ইসলাম। নারীদের মধ্যে উচ্ছ্বাসিত মনোভাবে নিজেকে একজন প্রশিক্ষিত উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে তিনি সকলকে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষিত নারীদের বিভিন্ন কাজ দেওয়ারও আশ্বাস প্রদান করেন।
ইনসিয়ার পরিচালক ও প্রশিক্ষণের প্রশিক্ষক মাজেদা হোসাইন মিতার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সচিব ইফতেসাম, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েশ, নারী উদ্যোক্তা আমেনা বেগম সোনিয়া ও বিউটিশিয়ান শারমীন আফরিন। অনুভুতি প্রকাশ করেন কণ্ঠশিল্পী রোকসানা পারভীন পিংকী ও মনিকা আক্তার। এ সময় তারা বলেন আমরা মানব কল্যাণ পরিষদের মাধ্যমে প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছি। আশাকরি ইনসিয়া নারায়ণগঞ্জে আর্তমানবতার সেবায় সক্রিয় ভাবে এগিয়ে আসবে। পরিশেষে সকলের বক্তব্যে একটা কথাই ফুটে ওঠে সাথে থাকুন, পাশে পাবেন।
এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন