জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্যে ২৪ টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে বাৎসরিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ কালে প্রধান অতিথি জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জের চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেন, সরকারের উন্নয়ন সহযোগী হলো স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। আর এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা নারায়ণগঞ্জে যথেষ্ট কাজ করছে। তাদের সমাজ উন্নয়ন মুলক ভূমিকায় আমরা তাদের পাশে আছি এবং থাকবো। ভালো কাজ করলে অপপ্রচার হবে কিন্তু পরবর্তীতে স্বেচ্ছাসেবীরাই সফলতা অর্জন করতে পারে। দেশ ও জাতির উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম।
নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ রিফাত ফেরদৌস এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার হামিদুল্লাহ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, চৈতন্য শিল্পী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জামাল উদ্দিন সবুজ ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি ইউনুস হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সামাজিক সংগঠনগুলোকে উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের কাজ গুলো আরো গতিশীল করতে সরকারের এ উদ্যোগ।