সিলেট, সুনামগঞ্জ ডেরাই উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রীতি যুব কল্যাণ সংস্থা। প্রীতি’স গ্রুপ ঢাকার সহযোগিতায় প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ, রসুন সহ ঔষধ ও গৃহ নির্মাণের জন্য নগদ টাকা বিতরণ করা হয়। সংস্থার স্বেচ্ছাসেবক সদস্যরা শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। পানিবন্দি হয়ে পরা লোকজনের দুঃখ লাঘবে সংস্থাটি সাধ্যনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এ সময় প্রীতি যুব কল্যাণ সংস্থার সভাপতি প্রীতি ইসলাম পারভিন বলেন, আমাদের সাধ্যমত বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত বাংলাদেশ ফিমেল একাডেমীর পরিচালক জামিল চৌধুরী, ইওয়াবের সভাপতি এ কে এম নেয়ামত উল্লাহ বাবু, মাসুদ সরকার, প্রতিক্ষণ ব্লাড রেজারভেশনের সভাপতি আল সাজেদুল ইসলাম দুলাল, ঢাকা প্যারাডাইস গোল লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি বিলকিস আক্তার শিখা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রীতি যুব কল্যাণ সংস্থার মোহাম্মদ আবু সাঈদ সরকার প্রমুখ।
উল্লেখ্য যে, সংগঠনের সদস্য, কর্মকর্তা ও বিভিন্ন দানশীল ব্যক্তিদের আন্তরিক সহযোগিতায় প্রীতি যুব কল্যাণ সংস্থা সব সময় মানবিক কাজ গুলো করে থাকে এবং এবার বন্যায়ও পরিচিত মানুষ গুলো যথেষ্ট সহযোগিতা করেছেন বলে সংস্থার নেতৃবৃন্দ বলেন।