নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ১৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে স্বেচ্ছাসেবীদের মনোবল বৃদ্ধি, সাংগঠনিক অবকাঠামো ও সামাজিক উন্নয়ন বিষয়ে “মানুষ বাঁচবে কতদিন, সেবা বাঁচবে চিরদিন” এই স্লোগানে ভয়েস অফ ভলান্টিয়ারস শিরোনামে অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত সভায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির পরিচালক আবদুল বাতেন সরকার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ পল্ট্রি ফিড এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন, বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপ পরিচালক খোরশিদ আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন জুয়েল, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মীথ, মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লা আল মামুন ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আক্তার হাবিব।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানবতার কল্যাণে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহণ করার মাধ্যমে আমরাই পারি সোনার বাংলাদেশ গড়ে তুলতে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে । এ সময় ১৫ টি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে উপস্থিত ছিলেন-পরিবেশ রক্ষ ও উন্নয়ন সোসাইটির পরিচালক ইয়ামিন ভূইয়া, শফিকুল ইসলাম, মহাসচিব মীযানুর রহমান, শিক্ষা ও শিশু বিষয়ক সম্পাদক নিঝুম আফরোজ, বিবি আছিয়া ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক হাজী আবুল কাসেম, বিডি ক্লিন নারায়ণগঞ্জের জেলা সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন বিজয়, সহসভাপতি শফিকুল ইসলাম, আইন সহায়তা কেন্দ্র (আসক) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক সাংবাদিক মীমরাজ হোসেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি সরদার এম এ মহিন, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ, ডেভেলপমেন্ট ফর ডিজেল চিল্ডেন এন্ড ওমেন এর প্রতিনিধি নার্গিস সুলতানা, ল এন্ড জাস্টিস ফাউন্ডেশনের সোনারগাঁ শাখার সভাপতি হাবিব মাষ্টার, সাধারণ সম্পাদক হাজী হারুন অর রশিদ, নদী বাঁচা আন্দোলনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি কবি জামান ভূঁইয়া, বটমূল মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক কামরুন নাহার সুমী, আলোর ফোয়ারা ফাউন্ডেশনের প্রতিনিধি রাকিব হাসান ও আনসার ভিডিপি সনমান্দী ইউনিয়নের দলনেতা শাহজালাল।
সোনারগাঁর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে পূথী পাঠ করেন কবি ও লেখক খন্দকার পনির। পরে তাকে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রতিযোগিতায় ৬ জনকে বিজয়ী ঘোষণা করে তাদের পুরস্কার হিসেবে বই উপহার প্রদান করা হয়।