বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক ও মাদক বিরোধী উম্মুক্ত বৈঠক করেছে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস। ফতুল্লার দক্ষিণ মাসদাইর ঘোষালের বাগ পঞ্চায়েত অফিসে ১৭ আগষ্ট বুধবার বেলা ১১ টায় মীর আব্দুল আউয়াল মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত উম্মুক্ত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রিনা পারভিন।
সামাজিক ব্যাধি মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মাদক ব্যবসায়ীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন। জেলা তথ্য অফিসের মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং পুরুষ নির্যাতন প্রতিরোধে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
ইনসিয়ার চেয়ারম্যান সায়মা শাহিদা ইসলাম বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার কথা বলেন। এছাড়াও এনায়েত নগর ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান প্রধান, শাহজাহান মাতব্বর ও মহিলা মেম্বার ফারহানা আক্তার বক্তব্য রাখেন। উম্মুক্ত বৈঠকে আরো আলোচনা করেন স্থানীয় সমাজসেবক সারোয়ার হোসেন টিটু, ডাঃ তাসলিম হোসেন ও মীর আব্দুল আউয়াল মেম্বার ফাউন্ডেশনের সভাপতি মাজহারুল ইসলাম মুন্না। এসময় উপস্থিত ছিলেন নূরে রহমান সীমান্ত, ফুয়াদ হাসান রাব্বী, আরমান হোসেন সাদ্দাম, সাদেক হোসেন, নজরুল ইসলাম মিরাজ, মোঃ নাসিফ, সিফাতুল্লাহ সনেট সহ অন্যান্য।