নারায়ণগঞ্জ শহরের অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাসপার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর হলরুমে ২৬ নভেম্বর সকাল ১০টায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, ধনকুন্ডা পপুলার হাইস্কুলের প্রধান শিক্ষক দারুল ইসলাম, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার ও গজারিয়া যুবলীগের যুগ্ম সম্পাদক নাসির সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুমন আহমেদ। স্কুলের প্রভাতী শাখার প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন নায়না ও দিবা শাখার প্রধান শিক্ষক রাবেয়া আক্তার কাকলি ছাত্র ছাত্রীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন।
প্রাণবন্ত অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ জেলা শহরে হাজীগঞ্জে একটি গুরু দায়িত্ব কাঁধে নিয়ে লক্ষ্য স্থির করেছে। সেটি হলো সঠিক পদ্ধতি অনুসরণ করে বাচ্চাদের শিক্ষা প্রদান। স্কুল কতৃপক্ষ মনে করে শিশুদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে প্রচলিত অনেক পদ্ধতিতেই ভালোমতো পরিবর্তন আনতে হবে। যুগের সাথে উপযোগী করে সাজাতে হবে। সরকারের কারিকুলামের মধ্যে থেকে এই কাজটি করে যেতে হবে। তারা বলেন এই স্কুলে যারা লেখাপড়া করছে তারা এই ব্যতিক্রমী পদ্ধতির সুফল পেতে শুরু করেছে। ইতোমধ্যে কয়েকটি ব্যাচ এসএসসি পাশ করে বেড়িয়ে গিয়ে উচ্চ শিক্ষায় ভলো করছে। তাই শিক্ষকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরো যত্নবান হতে আহবান জানান।
পরে স্কৃুলের শিক্ষার্খীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।