বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব। ছোট্ট একটি শব্দ ‘বন্ধু’, কিন্তু এর ব্যাপ্তি সীমাহীন, এর গভীরতা অনেক। বন্ধু মানে আস্থা, নির্ভরতা। বন্ধু মানে ভালোবাসা, যেখানে থাকে না কোনো স্বার্থ। জীবনে চলার পথে বন্ধু খুব প্রয়োজন। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ থেকে যায়। নশ্বর পৃথিবীর অনেক সম্পর্কের মাঝে বন্ধু অন্যতম।পৃথিবীর সব বন্ধুত্ব অটুট থাকুক চিরকাল। ভালো থাকুক সব বন্ধুরা। শৈশবের দূরন্তপনার বন্ধু, স্কুল জীবনের উচ্ছ্বলতার বন্ধু, কলেজের সবকিছু রঙিন চশমায় দেখা বন্ধু, আর বিশ্ববিদ্যালয়ের পরিণত বয়সের বন্ধু কিংবা বয়সের ভারে ন্যুব্জ স্মৃতিতে হারিয়ে যাওয়া বন্ধু-সবাই ভালো থাকুক। বন্ধুরা যত্নে থাকুক মনের চৌকাঠে। ও বন্ধু তোকে আজ মিস করছি ভীষণ...
তাইতো পবিত্র ঈদুল আজহা শেষে এসএসসি ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জে লা-ভিস্তা রেস্টুরেন্টে ১৬ই জুলাই সন্ধ্যায় মনোরম পরিবেশে সৃজনশীলতায় ঈদ পুনর্মিলনী করেছে।
ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীরা একত্রিত হয়ে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় মেতে ওঠে। ব্যাচ ৯৭ এর সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথের সভাপতিত্বে সহ সভাপতি জিতু সুমনের পরিচালনায় সেতু বন্ধন রচনায় উপস্থিত ছিলেন এস পারভিন মিলি, আফরিন সুলতানা জেমী, তাহফিম রাসেল রনি, সায়েম কবীর, আহমেদ আলী সজিব, দেলোয়ার হোসেন, হালিমুল্লাহ টিটু, মামুন ফকির, জাকির হোসেন, ফিরোজ আলম, সৈয়দ আব্দুল বাছেদ, হোসাইন মোহাম্মদ ফয়সাল, কামরুল হাসান সোহাগ, সাইফুল আলম খান, রফিক আল ইসলাম, মনির হোসেন, মাকসুদুর রহমান, কবির হোসেন, আল আমিন, আবু সাঈদ, সাইফুল ইসলাম সুমন ও এম এ মান্নান ভূঁইয়া।
আর বন্ধু থাকলেই দেখা হবে, কথা হবে, হবে অনাবিল আড্ডা। হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে, সবটুকু ভালোবাসা দিয়ে যে জায়গায় কথা বলা যায়, তা হলো বন্ধু আড্ডা। আর এই আড্ডাটা যদি হয় বন্ধুদের একটি বিশেষ দিনে, তাহলে কোনো কথাই নেই। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাচ ৯৭ এর গর্বিত খেলোয়াড়ের মধ্যে শাকিল আহমেদ, মোহাম্মদ শরীফ, সানোয়ার কবীর নিতু, সোহেল রানা, তুহিন আহমেদ, মোঃ সোলায়মান, মাহফুজ মামুন, রাসেল, মাসুম আহমেদ, আজিমুল ইসলাম, সুমন আচার্য ও ইফতেখারুল ইসলাম প্রিন্স।
প্রাণবন্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ সহ বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে আগামী দিন গুলো আরো সুন্দর ও সফলতা কামনা করে রাতের খাবার পরিবেশন করা হয়। পরিশেষে বলা হয় সম্পর্ক যখন জ্বরে পুড়ে তখন তার নাম হয় ভালোবাসা আর ভালোবাসা যখন জ্বরে পুড়ে তখন তার নাম হয় বন্ধুত্ব।