বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী কোন সংস্কৃতি জাতির ওপর চাপিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না। তিনি আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থের পরিপন্থী কোন পদক্ষেপ এদেশের ছাত্র সমাজ কখনো বরদাশত করবে না। এদেশ তৌহিদি জনতার দেশ, এই দেশে মূর্তি সংস্কৃতি চলবে না। এদেশের মুসলিম জনতা কোনো অবস্থাতেই রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন মেনে নেবে না। কাজেই যত মূর্তি স্থাপন করা হয়েছে, সমস্ত অপসারণ করা হোক। তিনি অবিলম্বে ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক দেশের বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপনের অনৈতিক সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান। আজ ২৬ নভেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২ দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালার উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন’র পরিচালনায় উক্ত উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহীন, প্রকাশনা ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আবদুল গাফফার, শিক্ষা ও ক্যাম্পাস সম্পাদক মুহাম্মদ রায়হান আলী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুহাম্মদ জারির হোসাইন, কে এম ইমরান হোসাইন, মুহাম্মদ ইসমাঈল খন্দকার, আলমগীর হোসাইন প্রমুখ।