শুরুবার সকাল দশটায় ফতুল্লায় মিশরাত হোমিও হেলথ্ কেয়ারে অনুষ্ঠিত হল সৃজনশীল সাহিত্যঘরের ১৭ তম সাহিত্য অনুশীলন। ছড়াকার মতিউর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরচিত লেখা ছড়া পাঠ করেন নজরুল ইসলাম শান্তু, এইচ এস সরোয়ারদী, আমিনুল ইসলাম মামুন, মোস্তফা কামাল সোহাগ, আলতাফ হোসেন রায়হান ও ইমরান পরশ। কবিতা পাঠ করেন কবিকোষ সম্পাদক ও উচ্ছ্বাস প্রকাশনীর প্রকাশক আহমেদ মুনির, মনির জামান ও মোঃ বশির উদ্দিন। গল্প পাঠ করেন নুর ইসলাম বাদল। গঠনমূলক বক্তব্য রাখেন মাহবুব আলম সেলিম ও ইকবাল হোসেন রোমেছ।
পঠিত লেখার উপর আলোচনা করেন তুষারধারা সম্পাদক আমিনুল ইসলাম মামুন ও নজরুল ইসলাম শান্তু। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন যৌথভাবে নূরজাহান নীরা ও মোঃ আল আমিন বৈরাগী। সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে লেখক মূল্যায়ন ও আলোকজ্জ্বল হওয়ার আহ্বান জানান সৃজনশীল লেখকগণ।