স্টাফ রিপোর্টার: প্রতি বছরের ন্যায় এবারও আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় ১২ এপ্রিল বুধবার সকালে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া'র সভাপতিত্বে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রিয়াজুল হক।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সচিব আকবর হোসাইন জনি, শিক্ষা বিষয়ক সচিব ইফতে সাম ও জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী মঞ্জুর বকুল, ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের স্কুল প্রতিনিধি সায়েম কবীর, পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাকসুদা পারভিন পান্না সহ কবি জান্নাতুল ফেরদৌস ও কবি মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী-পুরুষকে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিলো পবিত্র কোরআন শরীফ, নূরানী কায়দা, নূরানী নামাজ শিক্ষার বই, রেহাল ও টুপি। পরিশেষে ঈদ পুনর্মিলনীর আহ্বান জানিয়ে সকল মানবিক স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভাবে কাজ করতে বলা হয়।
ইসলামী মূল্যবোধে মানবিক কার্যক্রমে অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগী হিসেবে ছিলেন মোঃ মাসুদ পারভেজ মাসুম, তাফহিম রাসেল রনি, ফয়সাল ইসলাম, আজহারুল হক, কেএম নাজিম, রাকিব আহসান, আলমগীর হোসেন আলম, নজরুল ইসলাম, কামরুল হাসান সুমন, রিয়াজ উদ্দিন টিটু, শাহানারা আক্তার শানু ও সজিব সিদ্দিকীসহ অন্যান্য।