প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ
নোমান সভাপতি ও এমদাদ কে সম্পাদক করে খেলাফত মজলিসের রূপগঞ্জ থানা কমিটি পুনর্গঠন
স্টাফ রিপোর্টার: খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নোমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক কে নির্বাচিত করা হয়েছে।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানা কমিটি পুনর্গঠন উপলক্ষে গাউছিয়াস্থ মজলিস কার্যালয়ে থানা মজলিসে শূরার এক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান।
মজলিসে শূরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনের ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি মাওলানা নোমান বিন আব্দুল মজীদ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক নির্বাচিত হন। পরে ১৫ সদস্য বিশিষ্ট থানা কমিটি অনুমোদন করা হয়।
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ফখরুদ্দীন কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনি, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক হুসাইন প্রমুখ।
Copyright © 2025 Prothoma Tv. All rights reserved.