নারায়ণগঞ্জে সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং বীমা দাবীর চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০ জুলাই বুধবার সকাল ১১ টার দিকে নগরীর চাষাড়া বালুর মাঠ এলাকায় সন্ধানীর জেলা কার্যালয়ে চেক বিতরন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্সুইরেন্সের অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার। সন্ধানী নারায়ণগঞ্জের শাখা ইনচার্জ আশরাফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঁচপুর শাখার জি এম মনির হোসেন, নারায়ণগঞ্জ শাখার এজিএম সাইফুল ইসলাম চিশতি। অনুষ্ঠানে সন্ধানী, নারায়ণগঞ্জের প্রায় কয়েকশো গ্রাহক যোগদান করে। এসময় ৫ জন গ্রাহককে বীমা দাবীর চেক প্রদান করা হয়।
চেক প্রদান শেষে বক্তারা বাংলাদেশে বীমার জগতে সন্ধানী লাইফের ভুমিকার বিষদ বিবরণ দেন। এছাড়াও সন্ধানীর বিভিন্ন গ্রাহক বান্ধব কর্মসূচি নিয়েও প্রধান অতিথি ইদ্রিস মিয়া তালুকদার গুরুত্বপূর্ণ আলোচনা করেন।