দেশের বেকার ও অর্ধবেকারদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। জাতীয় শোক দিবস ১৫ আগষ্টে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যুব ঋণ সহায়তা পাচ্ছে জেলার ৮২ জন নারী পুরুষ। নারায়ণগঞ্জ সদর, বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় এই ঋণ বিতরণ করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর শুধু ঋণ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুবদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ দিচ্ছে।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা বলেন, উল্লেখ্য যে, গত ৭ই আগষ্ট ২০২২-২০২৩ অর্থ বছরের আওতায় জেলা যুব ঋণ অনুমোদনের কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। যুব ঋণ কমিটির ৯ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।তার মধ্যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাগণ।
এবার যারা যুব ঋণ সহায়তা পাচ্ছেন তারা হলেন, আব্দুল লতিফ খান, সুমাইয়া প্রধান ভাবনা, ফারজানা আক্তার, আয়শা ভূঁইয়া, জাকিয়া আক্তার, সোমা আক্তার, মাহমুদা আক্তার, গোলাম মোক্তাদির, শাহরিয়ার আহমেদ সাকিন, মনির হোসেন, সাদিয়া ইসলাম, ইবনে ইউসুফ চমক, মো: জহিরুল ইসলাম, বিলকিস আক্তার, সুদীপ চন্দ্র মিত্র, মামুন মোল্লা, আমেনা আক্তার, আল মামুন, নেয়ামুল করীম, কবীর হোসেন খান, মাসউদুর রহমান, রিনা আক্তার, নবীর হোসেন, আল আমিন, শাহীন কামাল, মোঃ সোহেল, মরিয়ম খান, ফারহানা আফরিন, রিজওয়ান রিমন, জাহানারা হক মুন্নি, রাহাত কবীর সায়েম, শিউলি আক্তার, মোঃ ফারুক ভূঁইয়া, নাসরিন সুলতানা, হারুন অর রশিদ দেওয়ান, ফয়সাল আহমেদ ভূঁইয়া, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, আরিফুর ভূঁইয়া, কাউসার হোসেন, জোবায়ের ইসলাম, গোলজার হোসেন, তাসলিমা বেগম, মোসাম্মৎ জান্নাতী, কামরুল ইসলাম, পারুল বেগম, রোকেয়া আক্তার, শ্রীমতি রীতা রানী, মামুনুর রহমান পলাশ, ফাতেমাতুজ জোহরা, রেশমা, নাইমুর রহমান ইমন ও শামীমা প্রমূখ।
যুবদের প্রশিক্ষিত করার বিষয়ে উপ-পরিচালক বলেছেন, দেশের প্রধান চালিকাশক্তি যুব সমাজ।তারা প্রয়োজন মাফিক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করলেও ঋণ সহায়তা সবার কাছে পৌঁছে না। এরই মধ্যে যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে আত্মকর্মী ও উদ্যোক্তা ঋণ হিসেবে যুবদের মাঝে মোট ৪৭ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হবে। মোট ৮২ জনের মধ্যে ৪১ জন নারী ও ৪১ জন পুরুষ এই সুবিধা পাচ্ছেন।
ঋণ বিতরণের পাশাপাশি আলোচনা সভা ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বলে এই কর্মকর্তা জানান।