এই প্রথম জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটি এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে দিনব্যাপী উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে। একটি ফিজিকেল মিটআপে হয়েছে ভালোবাসার ভাই-বোন প্লাটফর্মের উদ্যোগে গত শনিবার ১৫ অক্টোবর এই উৎসবে যোগ দেয় উচ্ছাসিত উদ্যোক্তারা।
প্রথমেই আগত উদ্যোক্তা উৎসব ভালোবাসার ভাই-বোনদের ফুল দিয়ে বরন করে নেন অনুষ্ঠানের সমন্বয় উদ্যোক্তারা। আনুষ্ঠানিক উদ্বোধনে উদ্যোক্তা উৎসব ২০২২, ভালোবাসার ভাই-বোনেরা আনন্দ-উল্লাসে রেলি করে যার যার আসনে উপবিষ্ট হন।
অনুষ্ঠানে সঞ্চচালনা করেন রসনা লাইফ স্টাইল এন্ড লেডিস টেইলার্সের কর্ণধার রত্না আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোনআন তেলোয়াত করেন উদ্যোক্তা মাওলানা আবরারুল হক। মঞ্চে উঠে সকল উদ্যোক্তা উৎসবের ভালোবাসার ভাই-বোনেরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
ভালোবাসার ভাই-বোনেরা পার্কে ঘুড়ার জন্য সময় দেওয়া হয় এর মধ্যে সবাই যোহরের নামায এবং দুপুরের খাবার পর্ব শেষ করে নেন। দ্বিতীয় অধিবেশনে উদ্যোক্তা ভাইদের জন্য বেলুন খেলা এবং বোনদের জন্য বালিশ খোলার আয়োজন হয়। পরবর্তীতে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়। উদ্যোক্তাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন অনলাইন ম্যানেজারের প্রতিষ্ঠাতা অনুষ্ঠান সমন্বয়কারী রোমান মিয়া।
বিসিক উদ্যোক্তা ইটারি কর্ণধার হালিমা আক্তার ও সুদিপ আর এস ট্রেডার্সের কর্ণধার সুদিপ্ত রয়। সুদিপ্ত বিসিকের ক্ষুদ্র ঋণ ও অর্থ সাহায্য দিবার আশ্বাস প্রকাশ করেন এবং পাঁচজন বিশিষ্ট একটি নারায়ণগঞ্জ জেলা বিসিক শিল্প উদ্যোক্তা কমিটি ঘোষণা দেন। উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত অনুষ্ঠানের সার্বিক বিষয়ে আলোচনা করেন এম আর মাহাবুব। উদ্যোক্তা নিজের অভিজ্ঞতা শেয়ার করেন রনক ইলেকট্রনিক প্রোডাক্টের কর্নধার রিংকু মিয়া, জামদানি জন্মলগ্ন কর্ণধার রিপা রায়, স্বপ্ন বুনন কর্ণধার তানিয়া সুলতানা।
উল্লাসিত উদ্যোক্তারা পরস্পরের মাঝে বন্ধুত্বের মেল বন্ধের নেপথ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন অঙ্গন টেইলার্স কর্ণধার সুজন কর ও ইমন মার্চেন্ডাইজিং কর্ণধার ইমন আহমেদ। ৩৪ টি উদ্যোক্তা প্রতিষ্ঠানে তাদের লোগো খচিত ক্রেস্ট প্রদান করা হয় এবং অনুষ্ঠানে সমন্বয় হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন এম আর মাহাবুব ও আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য বিশেষ পুরস্কার গ্রহণ করেন এস আর এন্টার প্রাইজের এম ডি স্বপন মিয়াকে।
বিকেলের সূর্য আস্তে কেক কেটে জন্মদিন পালন করা হয় উদ্যোক্তা উৎসব অনুষ্ঠান সঞ্চালক রত্না আক্তারের। অনুষ্ঠানের শেষাংশে দোয়া পরিচালনা করেন মোহাম্মদীয়া ফ্যাশন এন্ড অর্গানিক শপের কর্ণধার মুফতি মাওলানা নূরে আলম জিহাদী। অনুষ্ঠানটি ফটোগ্রাফি করেন নিটিফাই কর্ণধার মোহাম্মদ হোসেন। আনুষ্ঠানিক সমাপনি বক্তব্য দেন রোমান মিয়া ও সুজন কর।