ছয় দফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্কার্স ইউনিয়ন পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ঠা আগষ্ট) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন পরিচ্ছন্ন কর্মীরা এ মানববন্ধন করেন।
এসময় মানববন্ধনে হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির কারণে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জীবনযাত্রায় অসহনীয় হয়ে পড়েছে। আমরা যে টাকা দৈনিক বেতন পাই এ দিয়ে এখন আমাদের সংসার চলে না। আমরা অনেক কষ্টে আছি। মেয়রকে উদ্দেশ্য করে বলেন, যদি আন্দোলনরত কর্মীদের দাবি না মানা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।