কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পন উপলক্ষ্যে কোরআনের পাখিদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি ও স্বেচ্ছাসেবীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে সেপ্টেম্বর শুক্রবার সকালে ফতুল্লা থানাধীন কাশীপুর হোসাইনী নগর সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানার সহযোগিতায় হযরত আবুজর গিফারী (রা:) মাদ্রাসা ও হযরত আয়শা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসায় অধ্যয়নরত ৪’শ জন ছাত্রদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কোরআনের পাখিদের সেবামূলক কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন, নুরুজ্জামান রনি, নাঈম দেওয়ান, কামাল হোসেন, মোঃ ইভান, মোঃ সুমন, তানভির ইসলাম তালহা, মোঃ ইমন, কাজী সোহাগ, মুফতি আব্দুল হান্নান, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম ও মোহাম্মদ আলী।