সবার জীবনেই ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিকনির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, স্নেহ-ভালোবাসা আলাদা করে মনে দাগ কাটে। তাঁদের বলি আমরা প্রিয় শিক্ষক। এমন অনন্য শিক্ষকদের খুঁজে বের করে আদমজী হাই স্কুলের ব্যাচ ৯৭ প্রিয় শিক্ষক সম্মাননা দিয়েছে। মানুষ গড়ার কারিগর ১৫ জন শিক্ষককে ৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী কদমতলীতে ডিএনডি রেস্টুরেন্ট এন্ড চাইনিজ কমিউনিটি সেন্টারে শিক্ষকদের সম্মাননা জানানো হয়।
মাহাবুব আলম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীয় শিক্ষকরা হলেন তরিকুল ইসলাম, আহমদ আলী, মনির হোসেন, মোঃ জামান, আশরাফ, মোখলেসুর রহমান, মোঃ রফিক, কেফায়েত উল্লাহ, মোঃ আইয়ুব, সুবিধ আলি স্যার সহ অন্যান্য। এসময় শিক্ষকরা ছাত্রদের কাছ থেকে সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এস এস সি পরিক্ষার ২৫ বছর পূর্তি উপলক্ষে শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে আদমজী হাই স্কুলের ব্যাচ ৯৭ এর শিক্ষার্থীরা বলেন, জীবনে শিক্ষকদের অবদান শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সুন্দর করতে তাঁরা পথ দেখান, ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা জোগান। শৈশব-কৈশোরের চমৎকার সময়টাতে তাঁদের আদর ও শাসন ছিল জীবন গড়ার পাথেয়। জাতি গঠনে শিক্ষকদের অবদান যেমন অনস্বীকার্য, তেমনি তাঁদের সামাজিক সম্মান এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও মননশীল জাতি গঠনের ক্ষেত্রে অপরিহার্য। এ লক্ষ্য সামনে রেখেই প্রিয় শিক্ষকদের সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।
এসময় সহপাঠী জাকির হোসেন, মুক্তা, হালিম উল্লাহ টিটু , মোঃ আলি সজিব, মনির হোসেন, আলমগির হোসেন, মামুন ফকির, আল আমিন, রাশেদুল সজল, মামুন মোল্লা, আলি আশরাফ, শাহাদাত হোসেন স্বপন, জিয়া মামুন, শহীদুল ইসলাম সহ আরো অনেকে শিক্ষকদের দোয়া ও ভালোবাসায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছাত্র শিক্ষকদের এই মেল বন্ধনে স্থানীয় নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি উপস্থিত হয়ে সকলকে আন্তরিক অভিবাদন জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ডাঃ জেনিথ, জিতু সুমন, আহমদ আলী সজিব, সায়েম কবীর ও এম এ মান্নান ভূঁইয়া প্রমুখ।