নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগরে গ্রামীন ঐতিহ্য রক্ষা এবং ঈদ আনন্দকে আরো উপভোগ্য করে তুলতে লং কাবাডি খেলার আয়োজন করেছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সোনার বাংলা সংসদ। ১২ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টার দিকে ফতুল্লার এনায়েতনগরের ধর্মগন্জের চটলার মাঠে শত শত দর্শকের উপস্থিতিতে সোনার বাংলা সংসদ বনাম কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাজিরগাও সংসদের মধ্যে পর্বভিত্তিক এই কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে কেরানিগন্জ, বক্তাবলীসহ ফতুল্লার বিভিন্ন এলাকা হতে কয়েকশত মানুষ চটলার মাঠ এলাকায় হাজির হয়। কৃষক, মজুর, ছাত্র, শ্রমিকসহ এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ঈদের ছুটি থাকায় সাধারন খেটে মানুষের মাঝে আনন্দের মাত্রা আরো বেড়ে যায়।
মুলত লং কাবাডি খেলাকে কেন্দ্র করে পুরো ধর্মগন্জ এলাকা উৎসবের নগরীতে পরিনত হয়। এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই খেলা এনায়েতনগর, বক্তাবলী, কোন্ডাসহ আশের পাশের এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণিপেশার মানুষ সন্ধ্যা পর্যন্ত উপভোগ করে। খেলা শেষে আগামী ১৯ জুলাইকে সোনার বাংলা সংসদ ও কাজীরগাও সংসদের মধ্যকার লং কাবাডির ফাইনাল খেলার তারিখ হিসেবে ঘোষনা করে আয়োজক কমিটি।