ব্যাচ ৯৭ এর বন্ধুরা প্রত্যেকেই মানবিক গুণাবলীর মানুষ। তাইতো তাঁরা ভালোবাসেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন সহপাঠীদের।ভালো কাজের চর্চা অব্যাহত রাখার প্রত্যয়ে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৯৭ শুক্রবার ১৯ আগষ্ট জালকুড়ি এলাকায় সহপাঠী প্রতিবন্ধী ও প্যারালাইজড রোগী সেলিমের পাশে দাঁড়িয়েছে। আত্মকর্মস্থানের লক্ষ্যে একটি দোকান চালানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করেন স্কুলের সহপাঠীরা।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের আহম্মদ আলী সজিব, ফিরোজ আলম, এডভোকেট মিজানুর রহমান, মোঃ রফিক, মনির হোসেন, মোশাররফ হোসেন, এজাজ মামুন ও বাদল মিয়া। বন্ধুত্বের বন্ধনে আরো উপস্থিত ছিলেন এম এ মান্নান ভূঁইয়া। এসময় সবাই বলে উঠে “ভয় কি বন্ধু, এইতো পাশে আছি “। মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে স্কুল সহপাঠীরা বলেন, সেলিম ও তাঁর পরিবারের সদস্যদের সবসময় আমরা আন্তরিক সহযোগিতা করছি। কিন্তু সরকার ও বিত্তবানরা এগিয়ে আসলে অসুস্থ প্রতিবন্ধী সেলিম ও তাঁর পরিবার কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারবে।