পৃথিবীটা দিন দিন আধুনিকতার ছোঁয়ায় বিভোর হচ্ছে, আর সঙ্গে বিলুপ্ত হচ্ছে বন্ধুত্বের আবেগভরা অনুভূতি ও আন্তরিকতা। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, এক বন্ধু আরেক বন্ধুর জন্য পাগল ছিলাম। মনে হতো বন্ধুই সব। দিন দিন যত বড় হতে চলছি, হারাতে চলেছি আমাদের ভালো বন্ধুদের। কিন্তু না।
বন্ধুত্বের বন্ধনে সেতু বন্ধন রচনায় আগামী ১১ নভেম্বর ফতুল্লার পঞ্চবটি এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের আয়োজনে হতে চলেছে এসএসসির ২৫ বছর পূর্তি উৎসব ও রিইউনিয়ন। পঁচিশের উচ্ছাসে এসো বন্ধুর মিলনমেলায় পঁচিশে ৯৭ এর রজত জয়ন্তী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন ঘোষণা করা হলো ৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে।
নারায়ণগঞ্জ হাই স্কুলের সহপাঠী সায়েম কবীর প্রথম রেজিস্ট্রেশন করে শুভ উদ্বোধনের মাধ্যমে সকল বন্ধুদের দ্রুত রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার আহ্বান জানান। নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার একটি চাইনিজ রেস্টুরেন্টে ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথের সভাপতিত্বে অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ দোলন ও সহ সভাপতি সুমন ইসলাম জিতু।
রিইউনিয়ন আরো প্রাণবন্ত করতে এসময় আরো আলোচনা করেন জানে আলম, শাহেলা আজমিরী, সাহেলা পারভিন মিলি, রিমু আফরোজ, ইসরাত জাহান, আফরিন সুলতানা জেমী, মোহাম্মদ নেয়ামত উল্লাহ চুন্নু, নজরুল ইসলাম লিটন, মোহাম্মদ মনির হোসেন, ফজলুর রহমান, ফরহাদ উদ্দিন শাওন, হালিম উল্লাহ টিটু, শহীদুল ইসলাম লিটন, কামরুল হাসান সোহাগ, বিশ্বজিৎ মন্ডল বিশু, মোঃ জাকির হোসেন, মোয়াজ্জেম হোসেন টিপু, নাইম চৌধুরী ও এম এ মান্নান ভূঁইয়া।
উল্লেখ্য যে, ১১ নভেম্বর শুক্রবার সকল সহপাঠী ও তার পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে জনপ্রতি ৭০০ টাকা এবং বাচ্চাদের ৪০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে স্কুল প্রতিনিধিদের মাধ্যমে অথবা বিকাশ এ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন কনফার্ম করার আহ্বান জানানো হয়। সেই সাথে ম্যাগাজিনের জন্য সহপাঠীদের নাম, ছবি, স্কুলের নাম ও মোবাইল নাম্বার দ্রুত জমা দিতে বলা হয়। পরিশেষে সকলকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে শুভ সূচনার পরিসমাপ্তি টানেন ফরহাদ আহমেদ জেনিথ।